ন্যাভিগেশন মেনু

সঙ্গতীহীনদের ধান কেটে দেব: ছাত্রলীগ


দেশের অনেক  জায়গায় দরিদ্র কৃষকরা  প্রয়োজনীয় অর্থের অভাবে ধান কাটতে পারছেন না। তাই এবার এগিয়ে এসেছে ছাত্রলীগ।

জেলা প্রশাসক কৃষকের ধান কাটার ব্যবস্থা করে দেয়ায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধান কেটে দিতে এগিয়ে এসেছেন।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক রাব্বানী স্বাক্ষরিত সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাংলার দুঃখী–অসহায় মানুষের কৃষিবান্ধব নেত্রী, দেশরত্ন শেখ হাসিনার আদর্শিক বাংলাদেশ ছাত্রলীগ বদ্ধপরিকর।

যেহেতু দেশজুড়ে ধান কাটা শ্রমিকের মজুরি তুলনামূলকভাবে বেশি এবং মজুর স্বল্পতার কারণে বেশ কিছু অঞ্চলে কৃষকেরা পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছেন সেক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগের সব ইউনিটকে নিজ নিজ এলাকায় কৃষকদের পাশে থেকে স্বেচ্ছাসেবক হিসেবে ধান কাটাসহ সর্বাত্মক সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন।

এস এ / এসএস