ন্যাভিগেশন মেনু

সড়কে তালগাছের সারি গড়ে তোলার উদ্যোগ খাদ্যমন্ত্রীর


নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার তালামারা ব্রিজ থেকে ধানসুরা পর্যন্ত সড়কের দু’পাশে প্রায় ২০ হাজার তালগাছ রোপণ করে আরও একটি সড়কে দৃষ্টিনন্দন তালগাছের সারি গড়ে তোলার কাজ শুরু করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (১৪ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী। এরপর খাদ্যমন্ত্রী নিয়ামতপুর উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় সভায় যোগ দেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘প্রকৃতির ভারসাম্য রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে দেশব্যাপী তালগাছ রোপণের নির্দেশনা দিয়েছেন জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ধারাবাহিকতায় বরেন্দ্র অঞ্চলে তালবীজ রোপনের কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। সুস্থ্য জীবন ও সুন্দর প্রকৃতি গড়ে তুলতে সকলকে বৃক্ষ রোপনের আহ্বান জানান তিনি।’

কর্মসূচি উদ্বোধনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, কৃষক ও গণ্যমান্য ব্যাক্তিসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ইতোপূর্বে নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা সড়কে তিনি তালগাছের বাগান গড়ে তুলেছেন। তার লাগালো সেই সারি-সারি তালগাছ এখন বড় হয়েছে। দৃষ্টি নন্দন সেই বাগান দর্শনীয় স্থান হিসেবেও গড়ে উঠেছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ছুটে আসে ঘুঘুডাঙ্গায় তালগাছের দৃশ্য উপভোগ করতে। ৮০ দশকে গাছগুলো রোপণ করেছিলেন সাধন চন্দ্র মজুমদার।

এমআইআর/ এডিবি