ন্যাভিগেশন মেনু

সন্ধ্যায় ফেডারেশন কাপে মুখোমুখি আবাহনী-মোহামেডান


মৌসুমের শুরুতেই ঢাকা ডার্বিতে ফেডারেশন কাপে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে দু'দলের ম্যাচটি শুরু হবে।

ঢাকাই ফুটবলে আবাহনীর ব্র্যান্ড ভ্যাল্যু বিশাল। লিগ কিংবা ফেডারেশন কাপ সবখানেই ওদের রাজত্ব। বরাবরের মতো আবাহনীর এবারের দলটাও চোখে পড়ার মত। হাই প্রোফাইল বিদেশী সঙ্গে জাতীয় দলের একঝাঁক তারকা ফুটবলার নিয়ে দারুণ ভারসাম্যপূর্ণ দল আবাহনী। শুধু বিদেশী নির্ভরতা নয়। আবাহনীর দেশী ফুটবলারও পরিক্ষীত। দলে নেই কোন ইনজুরি সমস্যা।

আবাহনী কোচ মারিও লেমোস বলেন, দেড় মাসের প্রস্তুতি, এটা কোন এক্সকিউজ না। আমাদের চেষ্টা থাকবে জয় তুলে নেয়ার। মৌসুমের প্রথম ম্যাচটাই ডার্বি, যেটা আলাদা উত্তেজনা তৈরি করছে।

এই দিক থেকে মোহামেডান পিছিয়ে থাকলেও, শেষপর্যন্ত লড়াই করার মানসিকতা সাদা-কালোদের। দলে বড় কোন তারকা নেই মোহামেডানের। জাফর ইকবালদের মত তরুণের ওপরই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। বিদেশী রিক্রুটও আহামরি নয়। তবে ঢাকার মাঠে জাপানি উরু নাগাতা কিংবা সলেমানদের ভরসা করা যায় ট্র্যাক রেকর্ড দেখে।

মোহামেডান অধিনায়ক উরু নাগাতা বলেন, এটা ঠিক ওরা আমাদের চেয়ে অনেক ভালো দল। তাই বলে খেলার আগেই হেরে যাওয়া নয়। আমাদেরও তরুণ কিছু ফুটবলার যারা দারুণ কিছু করার সামর্থ্য রাখে। ডার্বি ম্যাচ, তাই উত্তাপ ছড়াবে। তবে আমরা কোন চাপ নিচ্ছি না। সেটা ওদের ওপরই থাক।

ওয়াই এ  / এস এস