ন্যাভিগেশন মেনু

সবার নজর নবান্নের সিংহাসনের দিকে, জানা যাবে দুপুরেই


কাউন্টডাউন শুরু। ভারতের পাঁচ রাজ্যে ভোট শেষ হলেও সবার নজর পশ্চিমবাংলার দিকে। কে বসবেন নবান্নের সিংহাসনে।তা জানার জন্য আজ রবিবার দুপুর অবধি অপেক্ষা করতে হবে সবাইকে। 

রবিবার সকাল সাড়ে ৮টায় (ভারতীয় সকাল ৮টা) পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের ২৯২টি বিধানসভার ফল ঘোষণা রবিবার হবে। তৃণমূল সরকারের হ্যাটট্রিক হবে, নাকি পালাবদলের ফলে বিজেপি সরকার ক্ষমতায় আসবে, সে দিকেইে প্রবল উৎসাহীদের নজর। 

ইভিএমের গণনা করা হবে সাড়ে ৮টা থেকে । ভারতের  ৪টি রাজ্য এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে  শুধু ভারত নয়, গোটা বিশ্বের নজর মূলত বাংলার ফলাফলের দিকেই। 

কেরল, অসম, তামিলনাড়ু এবং পুদুচেরিতেও গণনা আজ। তামিলনাড়ুতে বুথফেরত সমীক্ষায় ডিএমকে এবং এডিএমকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। অসমে এবং পুদুচেরিতে বিজেপি এবং কেরলে বামজোটকে এগিয়ে রাখা হয়েছে। 

এরমধ্যে কেবল ঘুরে-ফিরে আসছে মমতার তৃণমূল না নরেন্দ্র মোদি বিজেপি, কার হাতে থাকবে রাজ্যের ভার? পাশাপাশি কে জিতবেন নন্দীগ্রামের যুদ্ধে? 

আজ রবিবারই মিলবে সব উত্তর। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে হলদিয়ার গণনাকেন্দ্রে ভিড় জমাচ্ছেন তৃণমূল এবং বিজেপি দু’পক্ষের নেতা, কর্মী এবং সমর্থকরা।

তৃণমূলের সেনাপতি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে জোড়াফুল শিবির ছেড়ে বিজেপি-তে যাওয়া শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে এমন চিত্তাকর্ষক দ্বৈরথে শেষ পর্যন্ত কার জয় হবে? 

তা নিয়ে খোদ নন্দীগ্রাম তো বটেই, উত্তেজনায় ফুটছে গোটা রাজ্যও। তৃণমূল বা বিজেপি, নন্দীগ্রামের কোনও শিবিরই এই মুহূর্তে হাতে হাত রেখে নিশ্চিন্তে বসে থাকতে রাজি নয়। নন্দীগ্রাম কেন্দ্রের ভোট গণনা হচ্ছে হলদিয়া মহকুমা শাসকের দফতরের অদূরে অবস্থিত হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড হাইস্কুলে।

নন্দীগ্রাম থেকে সড়ক পথে যার দূরত্ব প্রায় ৬৭ কিলোমিটার। ঘণ্টাদেড়েকের সেই পথ পাড়ি দিয়ে শনিবার রাতেই হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড হাইস্কুলে পৌঁছে যান অনেকেই।

এমন উত্তেজনার কথা মেনে নিলেন মমতার নির্বাচনী এজেন্ট সেখ সুফিয়ান। বললেন, ‘‘রাতে বাড়িতে থাকার কোনও প্রশ্নই নেই। তাই শনিবার বিকেলেই দলবল নিয়ে হলদিয়ার উদ্দেশে ছুটে গিয়েছি।

এস এস