ন্যাভিগেশন মেনু

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ডেল স্টেইন


সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার ডেল স্টেইন।

মঙ্গলবার (৩১ আগস্ট) নিজের টুইটার একাউন্ট থেকে তিনি এই ঘোষণা দেন।

টুইট বার্তায় ডেল স্টেইন বলেন, ‘আমি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। এই খেলাটাকেই সবচেয়ে বেশি ভালবাসি। পরিবার, সতীর্থ, সাংবাদিক থেকে শুরু করে সমর্থক সবাইকে। প্রায় ২০ বছর ক্রিকেটের সঙ্গে ছিলাম। এই সময়ে অনুশীলন, ম্যাচ, ভ্রমণ, জয়-পরাজয়, আনন্দ-উল্লাসের স্মৃতি রয়েছে। আমি অনেকের কাছে কৃতজ্ঞ।

২০১৯ সালে টেস্ট ক্রিকেটকে অবসর জানালেও সীমিত ওভারের ক্রিকেট খেলছিলেন স্টেইন। গতবছর ফেব্রুয়ারিতে দেশের জার্সিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার টি-২০ খেলেছিলেন তিনি।

২০০৫ সালে সেঞ্চুরিয়ানে আফ্রিকার হয়ে এশিয়া একাদশের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় ডেল স্টেইনের। ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্ট দিয়ে তার টেস্ট অভিষেক হয়েছিল। দক্ষিণ আফ্রিকার হয়ে ৯৩টি টেস্টে, ১২৫টি ওয়ান ডে ও ৪৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন স্টেইন। টেস্টে ৪৩৯টি, ওয়ান ডে ক্রিকেটে ১৯৬টি ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৬৪টি উইকেট নিয়েছেন তিনি।

এমআইআর/ওআ