ন্যাভিগেশন মেনু

কোটা আন্দোলন:

সমন্বয়কদের ডাকে হাজার মানুষের ঢল নেমেছে শহীদ মিনারে


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করতে কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হয়েছে শিক্ষার্থীসহ হাজারো আন্দোলনকারী।

এই কর্মসূচি ঘিরে শনিবার বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছিলেন আন্দোলনের সমন্বয়করা।

সকালে ঢাকার বিভিন্ন সড়ক ও মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করে দুপুরের পর শহীদ মিনারমুখি যাত্রা শুরু হয়। শিক্ষার্থীদের পাশাপাশি সেখানে উপস্থিত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এক পর্যায়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় শহীদ মিনার প্রাঙ্গণ।

শহীদ মিনারের চর্তুদিকে লোকে-লোকারণ্য হওয়ায় তিল ধারণের ঠাঁই নেই। ছাত্রদের সঙ্গে চলে এসেছেন তাদের অভিভাবক, বন্ধু, স্বজন ও পরিবারের সদস্যরাও।

জমায়েত একদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়িয়ে পুরাণ ঢাকার চানখারপুল পর্যন্ত। পূর্বদিকে দোয়েল চত্বর ছাড়িয়ে ও উত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ার পার করেছে জমায়েত।

সমাবেশে স্লোগান চলে, ‘দফা এক, দাবি এক-শেখ হাসিনার পদত্যাগ’, ‘৯ দফা বাদ দে, এক দফার ডাক দে’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আবু সাইদের রক্ত বৃথা যেতে দেব না’, ইত্যাদি।

এর আগে শহীদ মিনারমুখি মিছিলে ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

শুক্রবার সারাদেশে ‘গণপদযাত্রা’ থেকে শনিবার বিক্ষোভ ও রোববার থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের পক্ষ থেকে।