ন্যাভিগেশন মেনু

সমরেশ মজুমদারের শরীর আজ ভালো


প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের শারিরিক অবস্থা  গতকাল শুক্রবারের তুলনায় আজ কিছুটা ভালো। ডাক্তাররা জানিয়েছেন, মেডিসিনে  রেসপন্স করছে। তাঁর ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) সমস্যা ছিল।

শুক্রবার সন্ধ্যার পর সমরেশ মজুমদারের হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। তাই দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।  কাল রাতে রক্তে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে গিয়েছিল। বর্তমানে অনেকটাই বেটার।’’

সমরেশ মজুমদারের শারীরিক অবস্থা সম্পর্কে এমনটাই আজ শনিবার সকালে জানালেন তাঁর বড় মেয়ে দোয়েল মজুমদার। এর আগে, শুক্রবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার বাইপাস এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারকে। এই মুহূর্তে তাকে আইসিইউতে রাখা হয়েছে।

শ্বাসনালীতে গভীর সংক্রমণ রয়েছে সমরেশ মজুমদারের। তার জেরেই শ্বাসকষ্ট হচ্ছিল। গত ১০-১২ বছর ধরে ফুসফুসের জটিল রোগ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে (সিওপিডি) ভুগছেন তিনি।

এস এস