ন্যাভিগেশন মেনু

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত


পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে দেশের দক্ষিণাঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ও সকল নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, যশোর, খুলনা, কুষ্টিয়া, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার আকাশ অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাই এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

রাজধানীর পূর্ভাবাসে বলা হয়েছে, আজ রাজধানী ও এর আশপাশের এলাকায় দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সেই সঙ্গে দুয়েক জায়গায় বজ্রসহ মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এমআইআর/এডিবি