ন্যাভিগেশন মেনু

সরকার সুবিধাবঞ্চিতদের বিভিন্ন সহায়তা দিচ্ছে: কেসিসি মেয়র


সরকার সুবিধাবঞ্চিতদের অর্থসহ বিভিন্ন সহায়তা দিচ্ছে। বাড়িতে বসেই তারা মোবাইলের মাধ্যমে অর্থ তুলতে পারছেন বলে জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা খুলনা মুক্তিসেবা সংস্থা (কেএমএসএস) এর আয়োজনে করোনাভাইরাস মহামারির কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ শুরু থেকে নিম্ন আয়ের শ্রমজীবী, অসহায় ও হতদরিদ্রদের মাঝে নগদ অর্থসহ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। অসচ্ছল, দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।’

অনুষ্ঠানে সিটি মেয়র করোনাভাইরাস মহামারির কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রথম কিস্তিতে ২ হাজার পাঁচশত টাকা করে ৪৯ জনের মাঝে মোট ১ লাখ ২২ হাজার পাঁচশত টাকা বিতরণ করেন।

এরপর মেয়র ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরে দুই হাজার পাঁচশত টাকা করে ৫৬ জনের মাঝে ১ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করেন। এর আগে মেয়র টুটপাড়া গাজী ফুডস অ্যান্ড বেভারেজের উদ্বোধন করেন।

হিরু/এমআইআর/এডিবি