জামালপুরের সরিষাবাড়ীতে ইজিবাইক চুরির পর ইজিবাইক চালক লাইজু মিয়াকে শ্বাসরোধ করে হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর আদালতের বিচারক মুহা: আনোয়ার ছাদাত এ রায় ঘোষণা করেন৷ অটো চালক লাইজু সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
রায়ে সাজা প্রাপ্ত আসামিরা হলেন- সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা মনি তাহেরি, রুবেল মিয়া, জাকির হোসেন ও সোহাগ। এর মধ্যে সোহাগ ও জাকির হোসেন পলাতক রয়েছেন।
মামলা সুত্রে জানা যায়, ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর শুক্রবার লাইজু মিয়া অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরদিন ১ অক্টোবর শনিবার সকালে পৌর এলাকার ঝালুপাড়া ব্রিজের কাছে লাইজুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে সকাল ৮টার দিকে ঝালুপাড়া ব্রিজের কাছ থেকে অটোরিকশা চালক লাইজুর মরদেহ উদ্ধার করে পুলিশ৷
রাষ্ট্র পক্ষের অতিরিক্ত আইনজীবী শফিকুল ইসলাম আক্কাস বলেন, এ ঘটনায় নিহত লাইজুর পিতা বাদি হয়ে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ সন্দেহ জনকভাবে রুবেল মিয়া ও মনি তাহেরকে গ্রেফতার করে৷ পরে আসামিরা ১৬৪ ধারায় স্বীকারুক্তিমূলক জবানবন্দি দেন ও ঘটনার বর্ণনা করেন। মামলায় ১৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে রবিবার এই রায় ঘোষণা করেন আদালত। মৃত্যুদন্ড প্রাপ্ত ২ জনের উপস্থিতিতে এই রায় দেয়া হয়েছে। এর মধ্যে বাকি ২ জন জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।