NAVIGATION MENU

সরিষাবাড়ীতে চিকিৎসক-ওয়ার্ডবয়সহ নতুন চারজন করোনা আক্রান্ত


জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় এক  চিকিৎসক ও ওয়ার্ডবয়সহ নতুন করে আরও চারজন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫০ জনে। বৃহস্পতিবার  রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ তথ্য জানায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে  গত ২৫ ও ২৬ আগস্ট ২৩জনের নমুনা সংগ্রহ করে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে পাওয়া প্রতিবেদনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও ওয়ার্ডবয়সহ চারজনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গাজী রফিকুল হক জানান,  জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাব থেকে পাওয়া প্রতিবেদনে চারজনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পুরুষ (৩২), স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয় (৫০), পৌর  এলকার আরামনগর বাজারের (পুরুষ) (৩২) ও তার মা (৫০) বছর।

এস এস