ন্যাভিগেশন মেনু

সরিষাবাড়ীতে ধর্ষককে গ্রেপ্তারের দাবীতে সংবাদ সম্মেলন


জামালপুরের সরিষাবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষক মাসুদ রানাকে গ্রেপ্তারের দাবিতে সাংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।

শনিবার (৩ অক্টোবর) সকালে সরিষাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ধর্ষিতার বাবা ও মামলার বাদী তোফাজ্জল হোসেন।

সম্মেলনে ধর্ষণের শিকার শিশুটির বাবা বলেন, 'তার মেয়ে (১৩) জন্ম থেকেই মানসিকভাবে প্রতিবন্ধী। গত ৩০ আগস্ট রাত ১০টার দিকে একই গ্রামের সোহরাব হোসেনের বখাটে ছেলে মাসুদ রানা তার ঘরে ঢুকে প্রতিবন্ধী মেয়েকে প্রলোভন দেখিয়ে তার নিজের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ঘটনাটি গোপন রাখতে ধর্ষকের পরিবার তাকে চাপপ্রয়োগ করতে থাকে।

এক পর্যায়ে এলাকায় বিচার না পেয়ে ধর্ষক মাসুদ রানার (২০) বিরুদ্ধে গত ৯ সেপ্টেম্বর সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার প্রায় একমাস পেরিয়ে গেলেও আসামী এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি বলে পরিবারটি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সরিষাবাড়ী থানার পুলিশ উপ-পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, ‘ধর্ষককে গ্রেপ্তারের জন্য পুলিশ সকল প্রকার চেষ্টা চালাচ্ছে। তার পরিবার বাড়িঘরে তালা দিয়ে পালিয়ে গেছে।‘

এমএএম/এমআইআর/এডিবি