ন্যাভিগেশন মেনু

সরিষাবাড়ীতে পিডিবি কর্মকর্তার বিরুদ্ধে রাস্তা বন্ধের অভিযোগ


জামালপুরের সরিষাবাড়ীতে নিজস্ব সুবিধা (চাঁদা) না পেয়ে ৩ মেগাওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন সোলার প্লান্টের কর্মকর্তা কর্মচারিদের যাতায়াতের রাস্তা বন্ধ করে তাদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুবকর তালুকদারের বিরুদ্ধে।

শনিবার (২৩ জানুয়ারি) বিকাল ৫টা থেকে সোলার প্লান্টের প্রধানগেট ও যাতায়াতের রাস্তায় বৈদ্যুতিক তারের ড্রাম রেখে রবিবার (২৪ জানুয়ারি) দুপুর পর্যন্ত তাদের চলাচল বন্ধ করে অবরুদ্ধ করে রাখেন তিনি।

সোলার প্লান্টের প্রকল্প ব্যবস্থাপক ও লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, সরিষাবাড়ী পিডিবির বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের ৮ একর জায়গায় ২০১৭ সালে ৩ মেগাওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন সোলার প্লান্ট স্থাপন করা হয়। এ সোলার প্লান্ট স্থাপনকালে পিডিবির কাছ থেকে ২০ বছরের চুক্তিভিত্তিক ভাড়ায় লিজ নেওয়ার কথা উল্লেখ রয়েছে। এ চুক্তি পর্যন্ত পিডিবির রাস্তা সোলার প্লান্টের কর্মকর্তা-কর্মচারিরা ব্যবহার করবে এমনটা লেখা আছে ও ডিজাইনেও দেখানো আছে। এর জন্য পিডিবিকে প্রতি বছর ১০ লাখ টাকা ভাড়া নিয়মিত দিয়ে আসছে সোলার প্লান্ট কর্তৃপক্ষ।

অভিযোগে আরও বলা হয়, সরিষাবাড়ী পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের নতুন যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী আবুবকর তালুকদার যোগদানের পর থেকেই অনৈতিকভাবে নিজস্ব অতিরিক্ত (চাঁদা) সুবিধা দাবি করে আসছে সোলার প্লান্টের প্রকৌশলী আনোয়ারুল কবীর সরকারের কাছে। সোলার প্লান্ট কর্তৃপক্ষ এই অতিরিক্ত সুবিধা নিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে শনিবার বিকেল ৫টার দিকে সোলার প্লান্টের প্রধানগেটসহ রাস্তায় পিডিবির বৈদ্যুতিক তারের ড্রাম দিয়ে বন্ধ করে সোলার প্লান্টের কর্মকর্তা-কর্মচারিদের অবরুদ্ধ রাখেন পিডিবির ওই কর্মকর্তা। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে নির্বাহী প্রকৌশলীর নির্দেশে তড়িঘড়ি করে সোলার প্লান্টের গেটে ও রাস্তায় রাখা বৈদ্যুতিক ড্রাম সরিয়ে ফেলে পিডিবির কর্মচারীরা।

এ বিষয়ে সোলার প্লান্টের প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী আনোয়ারুল কবীর সরকার বলেন, 'পিডিবির নির্বাহী কর্মকর্তা আবুবকর তালুকদার যোগদানের পর থেকেই আমাকে নানা ভাবে হয়রানি ও বিভিন্ন বিষয়ে জোর দেখিয়ে আসছিলো। এ ছাড়াও তিনি ব্যক্তিগতভাবে অথনৈতিক আর্থিক অতিরিক্ত সুবিধা চেয়ে আসছিলো। এই অর্থনৈতিক সুবিধা না দেওয়ায় প্লান্টের প্রধান গেটসহ রাস্তা বন্ধ করে আমাদেরকে অবরুদ্ধে রাখে। এ বিষয়ে সোলার প্লান্টের পক্ষ থেকে পিডিবির চেয়ারম্যানকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।'

এ বিষয়ে সরিষাবাড়ী পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুবকর তালুকদার বাড়তি আর্থিক সুবিধার চাওয়ার কথা অস্বীকার করে বলেন, সোলার প্লান্টের প্রকল্প ব্যবস্থাপকের কাছে অতিরিক্ত সুবিধা চাওয়ার কথাটি সম্পূর্ণ মিথ্যা। তাকে আরও প্রশ্ন করা হলে তিনি উত্তর না দিয়ে পিডিবির গণসংযোগ বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলার অজুহাতে বার বার বিষয়টি এড়িয়ে যান।

সিবি/এডিবি