ন্যাভিগেশন মেনু

সস্ত্রীক করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য


করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। একইসঙ্গে আক্রান্ত হয়েছেন তার স্ত্রী মীরা ভট্টাচার্যও।

বুধবার (১৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) রাতে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে দক্ষিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয় মীরা ভট্টাচার্যকে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। আর বুদ্ধবাবু বাড়িতেই চিকিৎসাধীন।

সিপিএম সূত্রে জানা যায়, বুদ্ধবাবুর শরীরে অক্সিজেনের মাত্রা এখনও উদ্বেগজনক নয়। তবে যেহেতু তিনি দীর্ঘদিনের সিওপিডি'র রোগী তাই তাকে বাড়িতে রেখে চিকিৎসা করাতে চাইছেন না সিপিএম নেতারা। তবে বুদ্ধবাবু হাসপাতালে যেতে রাজি নন বলেই জানিয়েছেন তারা। পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এসএ/এডিবি/