ন্যাভিগেশন মেনু

সহিংসতা মামলায় শাহীনূর পাশা চৌধুরী গ্রেপ্তার


আট বছর আগের এক সহিংসতা মামলায় শাহীনূর পাশা চৌধুরীকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ মাওলানা শাহীনূর পাশা চৌধুরীকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সিলেট নগরের বনকলাপাড়ায় নিজ বাসার পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শাহীনূর পাশা চৌধুরী হেফাজতে ইসলামের সদ্যবিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি।

বনকলাপাড়ার আব্বাসী জামে মসজিদ কমিটির সেক্রেটারি আবদুল মুকিত বলেছেন, শাহীনূর পাশার বাসা বনকলাপাড়া এলাকার ৫১ গলিতে।

২০১৩ সালে সহিংসতা চালানোসহ একাধিক মামলা রয়েছে শাহীনূর পাশার বিরুদ্ধে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও তাণ্ডবের ঘটনায় হেফাজতে ইসলামের নেতাদের গ্রেপ্তারের মধ্যে শাহীনূর পাশা চৌধুরীকে গ্রেপ্তার করা হলো।

বিগত চারদলীয় জোট সরকারের আমলের শেষ দিকে  জোটের প্রার্থী হিসেবে সিলেটের একটি আসনের উপনির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন শাহীনূর পাশা।

এস এস