ন্যাভিগেশন মেনু

সাঁথিয়ায় তাঁতশ্রমিককে গলা কেটে হত্যা

ঘাতক পিছু ছাড়েনি তাঁতশ্রমিক রবিউল ইসলামের। গত ৮ থেকে ১০ দিন আগে দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে পাবনার সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন। সম্প্রতি হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন তিনি। শুক্রবার নিজ ঘরে ঢুকে তাঁত শ্রমিক রবিউল ইসলামকে (২২) ধারালো অস্ত্র দিয়ে গলা ও দু’পায়ের রগ কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

শুক্রবার ( ২৫ সেপ্টেম্বর ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল উপজেলার ধোপাদহ ইউনিয়নের তেতুলিয়া কারিগরপাড়া গ্রামের আঃ গফুরের ছেলে।

সাঁথিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, দুবৃর্ত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। 

তবে হত্যার কারণ উদঘাটনসহ দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ৭/৮ দিন আগে রবিউলকে কে বা কারা বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। আহত রবিউল সাঁথিয়া হাসপাতালে চিকিৎসা নেয়। পরে অসুস্থ অবস্থায় বাড়িতেই চিকিৎসা নিতে থাকে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর)  রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার গলা ও দু-পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা করে চলে যায়। খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এস এ/এডিবি