ন্যাভিগেশন মেনু

সাঁথিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫


পাবনার সাঁথিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছে ১৫ জন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার করমজা ইউনিয়নের আফড়া গ্রামের নেকবার ও কাজীলাল গ্রুপের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো। এর জেরে শুক্রবার সকালে নেকবার পক্ষের এমদাদুল আফড়া মঙ্গলগ্রাম মাঠে জমি চাষ করতে গেলে জমির সীমানা নির্ধারণ নিয়ে কাজীলাল পক্ষের কালু মেম্বরের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ধাওয়া দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে শনিবার পর্যন্ত দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে নেকবার পক্ষের লোকজন মাঠে কাজ করতে গেলে কাজীলাল পক্ষ সংগঠিত হয়ে হামলা চালায়। নেকবার পক্ষের লোকজন পিছু হটলে তার বাড়িতে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা কমপক্ষে ৫/৬টি বাড়িতে ভাংচুর ও লুটপাট করে। হামলা চলাকালে কয়েক রাউন্ড গুলি করা  হয়। এ সময় বাধা দিতে গিয়ে ১ জনগুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের সাঁথিয়া, বেড়া,পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় পুলিশ কাজীলাল পক্ষের কালু মেম্বার ও নেকবারের পক্ষের বেলালকে আটক করেছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএকে/ওয়াই এ/এডিবি