ন্যাভিগেশন মেনু

সাংবাদিকদের খুঁজছে তালেবান


তালেবান যোদ্ধারা সংবাদ মাধ্যমের কিছু কর্মীর বাড়িতে তল্লাশী চালিয়েছে এমন খবরের প্রেক্ষিতে আফগানিস্তান থেকে সাংবাদিকদের সরিয়ে নেওয়ার প্রচেষ্টা জোরদার করা হচ্ছে।

সংবাদমাধ্যম অধিকার সংস্থা জানিয়েছে গত সপ্তাহে তালেবান অন্তত ৫ জন সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালিয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভয়েস অব আমেরিকা‘র এক প্রতিবেদনে এতথ্য জানা যায়।

প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার সশস্ত্র কয়েকজন লোক এনিকাস টেলিভিশনের প্রধান জালমাই লোটফির বাড়ি থেকে অফিস সরঞ্জাম এবং তার গাড়ী নিয়ে যায়। আন্তর্জাতিক ফেডারেশন অব জার্নালিষ্টের মতে তিনি নিজেকে রক্ষা করার জন্য আগেই আত্মগোপন কয়েছেন এবং টেলিভিশন সম্প্রচারও বন্ধ করে দেন।

কয়েকজন সাংবাদিক যারা জার্মান সংবাদ সংস্থা ডয়চেভেলের জন্য কাজ করেন এবং একজন ফ্রিল্যান্স রিপোর্টারের বাড়িতে সম্প্রতি তল্লাশী চালানো হয়। ডিডব্লিউ এবং মিডিয়া রাইটস গ্রুপ বলছে একজন রিপোর্টা্রের আত্মীয়কে হত্যা করা হয়েছে।

আফগানিস্তানের রেডিও টেলিভিশনের দুই নারী সংবাদপাঠক বলেছেন, তালেবান নারীকর্মীদের বাড়িতে থাকতে বলেছে।

কাবুলে তালেবানের হাতে সাংবাদিক হয়রানির অন্তত দুটি ঘটনার খবর ভিওএ নিশ্চিত করেছে। উভয় ক্ষেত্রেই তালেবান কাবুল দখলের আগে তালেবানের সমালোচনামূলক রিপোর্ট নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

আইএফজে জানিয়েছে, স্বাধীন গণমাধ্যম এনিকাস কর্মীদের আরও সুরক্ষার জন্য নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ থেকে তাদের অফিস কাবুলে সরিয়ে নিয়েছে। ডিসেম্বরের পর থেকে বন্দুকধারীরা এই সংবাদ মাধ্যমের চারজন কর্মীকে হত্যা করেছে যারা সবাই নারী।

ইসলামিক স্টেটের একটি শাখা ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স ঐ হত্যার দায়িত্ব স্বীকার করে বলেছে মহিলাদের লক্ষ্য করা হয়েছে কারণ তারা সরকার পক্ষের সংবাদ মাধ্যমগুলোর জন্য কাজ করছিল।

সিবি/ওআ