ন্যাভিগেশন মেনু

সাকিবকে স্বাগত জানালেন সতীর্থরা


আজ থেকে শেষ হচ্ছে বাংলাদেশের পোস্টারবয় খ্যাত সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে দেয়া ১ বছরের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় ক্রিকেটে ফিরতে আর কোন বাধা নেই সাকিবের।

প্রিয় সতীর্থকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটারগণ। তারা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে নিয়ে বিভিন্ন স্ট্যাটাস লিখেছেন।

মুশফিক তার অফিসিয়াল ফেসবুক পেজে বুধবার রাতে লিখলেন, ‘কৈশোরে আমরা এক সঙ্গে ক্যারিয়ার শুরু করেছিলা। তারপর পেছনে ফিরে তাকাতে হয়নি। গত বছর যখন জানলাম আমরা এক বছর ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারব না, এটা ছিল আমাদের জন্য অনেক বড় ধাক্কা। আমাদের অনেক স্মরণীয় স্মৃতি জমা আছে। আমরা ভালো সময়গুলো এক সঙ্গে ভাগাভাগি করে নিই। আবার কঠিন সময়ে এক অপরের পাশে দাঁড়াই।’

মুশফিক আরও লিখেন, ‘একটা বছর শেষ হয়েছে, খুব ভালো লাগছে। আবার আমরা এক সঙ্গে মাঠে নামব। তুমি সব সময়ই চ্যাম্পিয়ন হয়ে ফিরেছ। তোমার সঙ্গে আরও ম্যাচজয়ী জুটি গড়া ও জাতিকে আরও আনন্দের উপলক্ষ এনে দিতে দেরি সইছে না আমার!’

এই স্ট্যাটাসের সঙ্গে দু'জনের ক্রিকেট মাঠে স্মরণীয় কিছু মুহূর্তের ছবিও পোষ্ট করলেন মুশফিক।

পাশাপাশি রেস্তোরাঁয় সাকিবের সঙ্গে বসা একটি ছবি পোস্ট করে আঞ্চলিক ভাষায় ইমরুল কায়েস লিখলেন, ‘এবার আইয়া পড়ো।’ মোসাদ্দেক হোসেন লিখেছেন, ‘রাজা ফিরেছেন।’ লিটন দাস লিখলেন, ‘স্বাগতম কিংবদন্তি।’দলের পেস বোলার তাসকিন আহমেদ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সাকিব ভাই ফিরেছেন।’

উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান তার ফেসবুকে লিখেছেন, ‘ক্রিকেট মাঠে সাকিব আল হাসান ভাই আপনাকে স্বাগত। বাঘের মতো গর্জন ছুড়বেন, সেটি শুনতে আর তর সইছে না!’

জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন লিখেছেন, সুস্থভাবে নিরাপদে দেশে ফিরে আসেন ভাই, আবার মাঠের মানুষ মাঠে দেখার অপেক্ষায় রইলাম।’

বর্তমানে সাকিব এখন পরিবারের সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রে। ফিরে নভেম্বরে বিসিবির টি-টোয়েন্টি টুর্নামেন্টে দিয়ে তার প্রত্যাবর্তন হবে।

প্রসঙ্গত, জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব আইসিসি ও বিসিবির কাছে গোপন রাখার দায়ে ২০১৯ সালের ২৮ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাকিবকে ১ বছরের জন্য ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা প্রধান করে।

এমআইআর/ওআ