ন্যাভিগেশন মেনু

সাকিবকে হত্যার হুমকিদাতার জামিন নিয়ে হাইকোর্টের রুল


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আসামি মহসিন তালুকদারকে জামিন দেননি হাইকোর্ট। তবে তাকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার (৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন সেলিমের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

গত বছরের ১৪ নভেম্বর দিনগত রাত ১২টা ৭ মিনিটের দিকে তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন। ফেসবুকে লাইভে দা উঁচিয়ে শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেন মহসিন। এ নিয়ে ১৬ নভেম্বর রাতে উপ-পরিদর্শক (এসআই) মাহবুব মোর্শেদ বাদী হয়ে হুমকিদাতা মহসিনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরের দিন ১৭ নভেম্বর সুনামগঞ্জ থেকে তাকে আটক করা হয়। মহসিন সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের শাহপুর তালুকদারপাড়া গ্রামের আজাদ বক্স তালুকদারের ছেলে।

প্রসঙ্গত, কালীপূজার একটি অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে কলকাতা যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে সাকিবকে কুপিয়ে হত্যার হুমকি দেন ২৫ বছর বয়সী এ যুবক। সেই সঙ্গে অকথ্য ভাষায় সাকিবকে গালাগালি করেন। এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারও লাইভে এসে আগের ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেন এবং সাকিবকে জাতির উদ্দেশে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

ওআ/