ন্যাভিগেশন মেনু

সাকিব খুবই বুদ্ধিমান বোলার: সাকলায়েন মুশতাক


এক সময়ে বিশ্বের সেরা স্পিনারই ছিলেন পাকিস্তানের সাকলায়েন মুস্তাক। বাংলাদেশে এসেও কোচিং করিয়ে গিয়েছেন। বিশ্বের সব দেশই সাকলাইনকে এক বাক্যে পেতে চায়। সেই সাকলাইন মুশতাককে এবার বলা হয়েছিল বর্তমান সময়ে তার পছন্দের স্পিনারদের তালিকা বানাতে। সেই তালিকায় সুযোগ হয়ে গেছে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের।

সাকলায়েনের মত সাকিবও অফ স্পিনার। একইসাথে ব্যাটিংয়েও পটু, যার সর্বশেষ ঝলক দেখেছে ২০১৯ বিশ্বকাপ। তবে শুধু বোলিংই যদি বিবেচনা করা হয়, তাহলেও সাকিবকে রাখতে হবে সেরাদের কাতারে। সেই কাজটিই করেছেন সাকলায়েন।

সম্প্রতি ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে সাকলায়েন জানান, সীমিত ওভার ও টেস্ট ক্রিকেট- উভয় সংস্করণ বিচারে কারা তার দৃষ্টিতে সেরাদের কাতারে। যদিও কে কোন সংস্করণে বেশি পারদর্শী, এই অভিমতও ব্যক্ত করেছেন ৪৩ বছর বয়সী ক্রিকেট ব্যক্তিত্ব।

সাকলায়েন বলেন, ‘আমার মতে লঙ্গার ভার্শনে নাথান লায়ন বিশ্বের সেরা স্পিনার। ভারত, পাকিস্তানসহ বিশ্বের বড় বড় সব দলের বিপক্ষে সে ভালো করেছে। হোম কন্ডিশনে অশ্বিনও ভালো একজন বোলার।’

সাকিবের প্রসঙ্গে এই কিংবদন্তি বলেন, ‘সাকিব আল হাসান খু্বই বুদ্ধিমান বোলার। আমি বাংলাদেশে কাজ করার সময় তাকে খুব কাছ থেকে দেখেছি।’

ওআ/