ন্যাভিগেশন মেনু

পৌর নির্বাচন: কুলাউড়া ও কমলগঞ্জে ৯৯ প্রার্থীর মনোনয়ন জমা


দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়া ও কমলগঞ্জে মনোনয়ন জমা দিয়েছেন ৯৯ জন প্রার্থী।

রবিবার (২০ ডিসেম্বর) মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তার কাছে মেয়র পদপ্রার্থীসহ ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন।

কুলাউড়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান ইকবাল ও উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার আজকের বাংলাদেশ পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে আচরণবিধি লঙ্ঘন ও বিশৃঙ্খলা তৈরী না করে, সেজন্য মনোনয়ন জমাদানকারীদের সচেতন করে দেওয়া হয়েছে।

কুলাউড়া নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেয়র পদে ৪ জন ও কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৬ জনসহ মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

কমলগঞ্জে নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেয়র পদে ৪ জন ও কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১১ জনসহ মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

আগামী ২২ ডিসেম্বর প্রার্থীতা যাচাই বাছাই করা হবে।

এস এইচ/এস এ /এডিবি