ন্যাভিগেশন মেনু

সাকিব পৃথিবীর ‘সেরা বাবা’


বাবা মানে নির্ভরতার জায়গা। বাবা মানে বটবৃক্ষের ছায়া। বলা হয়ে থাকে ‘পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহী পরমং তপঃ পিতরী প্রিতিমাপন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা। পিতাই ধর্ম, পিতাই স্বর্গ, পিতাই পরম তপস্যা।’ পিতা বা বাবা, সন্তানের প্রতি পিতার ভালোবাসাতো সব সময়ই। তবে বাবার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের একটি অন্যতম দিন বাবা দিবস।

বাবার প্রতি সম্মান জানাতে বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে বাবা দিবস। প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্ব বাবা দিবস পালন করা হয়।

এই বাবা দিবসে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের স্ত্রী শিশির সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। এই পোস্টে শিশির সাকিবকে পৃথিবীর সেরা বাবা হিসেবে উল্লেখ করেছেন।  সঙ্গে জুড়ে দিয়েছেন দুই কন্যার সঙ্গে সাকিবের একটি ছবি। ইনস্টাগ্রামে আজ এক পোস্টে শিশির লিখেছেন, ‘পৃথিবীর সেরা বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা। সন্তানদের সব সময় সময় দিতে তোমার যে প্রাণশক্তি তা অবিশ্বাস্য। ওদের দেখা শোনা করতে তোমার রাত জেগে খাওয়ানো, খেলাধুলা ও পড়ানোয় চেষ্টা অসম্ভব রকম। এ ছাড়া সব চাপ থেকে আমাকে মুক্ত রেখে সময় দেওয়া। তোমার প্রশংসা করতে গিয়ে শব্দ খুঁজে পাই না!’

সাকিব এখন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দ্বিতীয় কন্যা ইরাম হাসান জন্মের আগে সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছান। এর আগে তার পরিবার ওখানেই ছিল। 

ওআ/