ন্যাভিগেশন মেনু

সাকিব-মুস্তাফিজ না থাকলে দলে তেমন প্রভাব পড়ে না: মুমিনুল


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

ফলে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলছেননা তারা। তবে দলের সেরা দুই তারকা না থাকলেও দলে তেমন কোনও প্রভাব পড়ে না বলে মনে করেন মুমিনুল হক।

রবিবার (১১ এপ্রিল) অনুশীলনের পর মিরপুর বিসিবির অ্যাকাডেমি মাঠে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

মুমিনুল বলেন, ‘আমার কাছে মনে হয় না সাকিব ভাই বা মুস্তাফিজ না থাকলে দলের ফলাফল হবে না। দেখেন খেলোয়াড় তো আরও আছে। তাদের তো ১০-১২টা হাত না। বাকিদেরও ১০-১২টা হাত না। আমার কাছে মনে হয় না এর কোনও প্রভাব পড়ে। আমরা হয়তো দলগতভাবে খেলতে পারছি না এই কারণে ইতিবাচক ফলাফল হচ্ছে না। আর কোনও কিছু না।’

বাংলাদেশ দলের প্রস্তুতির বিষয়ে অধিনায়ক বলেন,‘করোনাকালে আপনি হয়তো খুব বেশি প্রস্তুতি নিতে পারবেন না। কিন্ত যেভাবে দরকার ওইভাবে আমার মনে হয় আমরা নিতে পারছি। বিশেষ করে যারা ওয়ানডে খেলে তাদের জন্য একটু কঠিন, কিন্তু যারা শুধু টেস্ট খেলে তারা দুইটা ৪ দিনের ম্যাচ খেলেছে, লাল বলে অনুশীলন করেছে। যারা প্রতিনিয়ত খেলে তাদের জন্য ভালো প্রস্তুতি হয়েছে।’

ম্যাচ জয়ের বিষয়ে মুমিনুল বলেন, ‘আমরা যে পাঁচদিন টেস্ট খেলবো, প্রতিটা দিন প্রতিটা সেশন যদি আমরা জিততে পারি ভালো খেলতে পারি তাহলে ফলাফল আমাদের দিকে আসবে। যদি খারাপ করি ফলাফলও আমাদের বিপক্ষে যাবে।’

এমআইআর/এডিবি/