ন্যাভিগেশন মেনু

সাতক্ষীরায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই


সাতক্ষীরার দেবহাটায় এক ইজিবাইক চালককে শ্বাসরোধ করে হত্যার পর তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৬ জুন) সকালে পুলিশ গলায় রশি পেঁচানো অবস্থায় ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করে।

নিহত ইজিবাইক চালক মনিরুল ইসলাম (৩৫) সাতক্ষীরার দেবহাটা উপজেরার নোয়াপাড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক। ইজিবাইক চালিয়ে সে তার সংসার চালাতো।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে দেবহাটা উপজেলার সখীপুর কামটা নামক স্থানের একটি রাইস মিলের পাশে গলায় রশি পেঁচানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মুঠোফোনে নিহত মনিরুল তার স্ত্রী তানিয়াকে জানায়, থানায় আসামী ছাড়ানোর জন্য ইজিবাইক ভাড়ায় নিয়ে যাচ্ছে তাই বাড়ি ফিরতে দেরি হবে।

দেবহাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, গলায় রশি পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। ইজিবাইকটিও খুঁজে পাওয়া যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের আটক করতে তদন্ত চলছে।

ওয়াই এ/এডিবি