ন্যাভিগেশন মেনু

সাত বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতলো বায়ার্ন মিউনিখ


পিএসজির স্বপ্ন গুঁড়িয়ে দিলো বায়ার্ন মিউনিখ। একাধিক সুযোগ নষ্ট করার খেসারত দিতে হলো ফরাসি ক্লাবটিকে। কিংসলে কোম্যানের একমাত্র গোলে ৭ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্নিল ট্রফি নিজেদের ঘরে নিলো বায়ার্ন।

রবিবার (২৩ আগস্ট) লিসবনে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে প্যারিস সাঁ জারমাঁকে (পিএসজি) হারিয়ে ট্রফি নিয়ে উল্লসিত ম্যানুয়েল ন্যয়ার, রবার্ট লেয়নডস্কিরা।

লিসবনে রবিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লড়াইটা মূলত ছিল ফুটবল বিশ্বের দুই নায়কের একে অপরকে ছাপিয়ে যাওয়ায়।

পিএসজির ব্রাজিলিয় তারকা নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র বনাম বায়ার্ন মিউনিখের তারকা ফুটবলার রবার্ট লেয়নডস্কির মধ্যে। 

শেষ পর্যন্ত সেই দ্বৈরথে ১-০ জিতে ষষ্ঠ বার চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুললো বায়ার্ন মিউনিখই। সাফল্যের হাসি রইল লেয়নডস্কির মুখেই।

যদিও বায়ার্নের জয়ের গোলটি এসেছে কিংসলে কোম্যানের হেড থেকে। ৫৯ মিনিটে পিএসজির লেফট ব্যাকের জায়গা থেকে ঠিকানা লেখা লম্বা বল ছ’গজ বক্সে কিংসলে কোম্যানের উদ্দেশে ভাসিয়ে দিয়েছিলেন বায়ার্নের জোশুয়া খিমিচ। পিএসজি রক্ষণে অরক্ষিত থাকা কোম্যানে অবলীলায় সেই বলে মাথা ছুঁইয়ে তা জড়িয়ে দেন পিএসজি-র জালে।

ফলে প্রথমবার ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন্স লিগ জয় অধরাই থেকে গেল নেইমার-এমবাপেদের দল পিএসজির। খেলা শেষে নেইমার মাঠ ছাড়লেন চোখের জল মুছতে মুছতে।

এডিবি/