NAVIGATION MENU

সাবেক ডেপুটি স্পিকারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল


জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব:) শওকত আলীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের শেষে তার নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া, করোনাকালীন সময় মাথায় রেখে নড়িয়া ও সখিপুরের ৬৪৬টি মসজিদে মিলাদের ব্যবস্থা করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলের আগে মরহুমের কবর জিয়ারত করেন তার পরিবার ও সর্বস্তরের মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ খালেদ শওকত, শরীয়তপুর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতয়াল, এপিপি অ্যাডভোকেট পারভেজ রহমান জন প্রমুখ।

আর এইচ আর/ এস এ /এডিবি