ন্যাভিগেশন মেনু

সাভারে প্রবাসীকে গুলি করে টাকা ছিনতাই: ৩ জন গ্রেপ্তার


সাভারের আমিনবাজারে ইতালি প্রবাসীকে প্রকাশ্যে গুলি করে ৫ লক্ষ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

গ্রেপ্তারকৃতরা হলেন - মোস্তাফিজুর রহমান (৩৮), নাসির (৩৮) ও আবদুল বারেক সিকদার (৪৫)।

শনিবার (৭ নভেম্বর) কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন র‍্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।

তিনি জানান, শুক্রবার রাতে প্রাইভেটকার যোগে ডাকাতি প্রস্তুতি গ্রহণের সময় একটি প্রাইভেটকার, দুটি বিদেশী পিস্তল, একটি রিভলবার, ১২ রাউন্ড গুলি, একটি ছুরি, দুটি লোহার পাইপ জব্দ ও লুন্ঠিত ৫০ হাজার টাকা উদ্ধারসহ সাভারের বিরুলিয়া জোড়া ব্রিজ এলাকা থেকে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, এই ক্লুলেস ঘটনায় সংঘবদ্ধ ডাকাত চক্রটিকে গ্রেপ্তারের লক্ষ্যে ঘটনার দিন থেকেই মাঠে নামে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক গোয়েন্দা দল।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব আরও জানায়, এই চক্রের সদস্যরা ডাকাতির সময় নির্দিষ্ট মোবাইল ফোন ও নম্বর ব্যবহার করতো এবং ডাকাতি শেষে সেসব মোবাইল ফোন-সিম নষ্ট ও ব্যবহৃত জামা-কাপড় ফেলে দিতো।

ভুক্তভোগী  জানান, ‘গত ২৮ অক্টোবর সকালে ইসলামী ব্যাংক আমিনবাজার শাখা থেকে স্ত্রীকে সাথে নিয়ে বাড়ি নির্মানের জন্য ৫ লক্ষ ৭০ হাজার টাকা উত্তোলন করে একটি প্রাইভেট কার নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় গাড়িটি ঢাকা-আরিচা মহাসড়কের ভাকুর্তা লোহার ব্রিজ পার হয়ে কিছুটা সামনে যাওয়ার পর ৫টি মোটরসাইকেলে প্রায় ১০ জন দুর্বৃত্ত তাদের গাড়িটির গতিরোধ করে। পরে দুর্বৃত্তরা প্রবাসীকে লক্ষ্য করে ৫টি গুলি করে তার কাছে থাকা ৫ লাখ ৭০ হাজার টাকা ও মোবাইলসহ ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।’

তিনি জানান, ‘পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ ওই প্রবাসীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’

তিনি আরও জানান, ‘ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় দুর্বৃত্তদের কয়েকজনকে তার স্ত্রী ব্যাংকে ঘোরাফেরা করতে দেখেছিলেন।’

ওয়াই এ/ওআ