ন্যাভিগেশন মেনু

গৌরীপুরে শুভ্র হত্যাকাণ্ড: রিমান্ড শেষে ফের কারাগারে মেয়র রফিক


ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলার আসামী পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম রফিককে দুদিনের রিমান্ড শেষে ফের কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুবা আক্তারের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, রিমান্ডে সৈয়দ রফিকুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ডিবি মামলাটি তদন্ত করছে।

তিনি জানান, এখন পর্যন্ত পুলিশ এই মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান রিয়াদসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্রকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ১৯ অক্টোবর ১৪ জনের নাম উল্লেখসহ মোট ২২ জনকে অজ্ঞাত আসামী করে হত্যা মামলা করেন নিহতের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত।

এদিকে গত সোমবার (১৪ ডিসেম্বর) মেয়র রফিক নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শুভ্র হত্যা মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নিয়েছিলেন মেয়র রফিক।

পরে বৃহস্পতিবার (১৭ ডিসেস্বর) বাদীপক্ষের আইনজীবী শুভ্র হত্যা মামলায় মেয়র রফিকের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এস এ /এডিবি