ন্যাভিগেশন মেনু

সামনের সারি দখলেই রাখল ছাত্রীরা


জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে এবারও এগিয়ে রযেছে ছাত্রীরা। এবার পরীক্ষায় ছাত্রদের থেকে  ১৩ হাজার ৩৩৭ বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে গণভবনে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশের সময় এতথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষার্থীরা তাদের অক্লান্ত পরিশ্রমের ফল পেয়েছে আজ। প্রতিটি শিক্ষার্থী রাত দিন পড়ালেখা করেছে  ভালো ফলাফলের আশায়। তাই তারা তাদের স্বপেনর চূড়ায় পৌঁছাতে পেরেছে।

জিপিএ-৫ পেয়েছে মোট ৪৫ হাজার ৮৮৩ ছাত্রী, যা গতবছর ছিল ৩৯ হাজার ৯০৫ জন। গতবারের তুলনায় এবার ছাত্রীদের জিপিএ-৫ বেড়েছে ৫ হাজার ৯৭৮টি। 

অন্যদিকে, ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৫৪৬ জন, যা গতবছর ছিল ২৮ হাজার ১৯০ জন। ছাত্রদের জিপিও-৫ বেড়েছে গতবারের তুলনায় ৪ হাজার ৩৫৬টি।

ফলাফলে ছাত্রদের চেয়ে ছাত্রীরা ১ দশমিক ৬১ ভাগ বেশি পাস করেছে। এছাড়া আরও কয়েকটি সূচকেও ছাত্রদের চেয়ে ছাত্রীরা ভালো ফলাফল করেছে।

এবছর ১৭ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় দেশব্যাপী ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশ নেয়। একই সময় অনুষ্ঠিত জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয় ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন।

সিবি /  এস এস