ন্যাভিগেশন মেনু

সামাজিক দূরত্ব মেনে প্রতিমা বিসর্জন হবে কক্সবাজারে


বিশ্বের সবচেয়ে বড় প্রতিমা বিসর্জন কক্সবাজার সমুদ্র সৈকতে হয়ে আসলেও সেটা এবার সীমিত আকারে করা হবে বলে জানিয়েছে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদ।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে কক্সবাজার শহরে ব্রাহ্মমন্দির প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা জেলাব্যাপী শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা জানান, কক্সবাজার জেলার ৮ উপজেলায় এবারে ২৯৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রঞ্জিত দাস বলেন, মণ্ডপগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে পূজা-অর্চনা অনুষ্ঠিত হবে।

জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি উজ্জ্বল কর বলেন, সবগুলো মণ্ডপের প্রবেশদ্বারে পর্যাপ্ত মাস্ক হ্যান্ড স্যানিটাইজার রাখা হবে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম বলেন, পূজা শুরুর আগে থেকে মণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

কক্সবাজার টুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান বলেন, সৈকতে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে যেনো বিসর্জন অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, সহ-সভাপতি রতন দাস, সহ-সভাপতি বিপুল সেন, যুগ্ন সম্পাদক সাংবাদিক দীপক শর্মা দিপু, যুগ্ন সম্পাদক স্বরুপম পাল পাঞ্জু, পূজা উদযাপন পরিষদের সদর উপজেলার সভাপতি দীপক দাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ভেনটু দাস, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ পাল বিশু প্রমুখ।

করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে এবারে উদযাপিত হবে দুর্গোৎসব। ২২ অক্টোবর দেবীর বোধন দিয়ে দুর্গোৎসব শুরু হবে ও  ২৬অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব।

এস এ/এডিবি