ন্যাভিগেশন মেনু

সাম্প্রতিক পারফরম্যান্সে বাংলাদেশ ফেভারিট: মাহমুদউল্লাহ


সাম্প্রতিক পারফরম্যান্স, হোম কন্ডিশন এবং সফরকারী দলে প্রথম সারির খেলোয়াড়রা না থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশ ফেভারিট বলেছেন বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মঙ্গলবার (৩১ আগস্ট) একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ এ কথা বলেন।

টাইগার অধিনায়ক বলেন, ‘ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের পর স্পষ্টভাবেই ফেভারিট বাংলাদেশ। দলের এই জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। যাতে আবারো প্রমাণ করা যায়, ঘরের মাঠে অদম্য টাইগাররা।‘

এসময় তিনি দলের খেলোযারদের আত্মতুষ্টিতে না ভুগতে সতর্ক করে বলেন, ‘নিউজিল্যান্ড এমন একটি দল, যারা তাদের তারকা খেলোয়াড়দের ছাড়াও সু-সংগঠিত এবং সুশৃঙ্খল। তাই সবকিছু সহজভাবে না নিতে এবং আমাদের স্বাভাবিক খেলাটি উপস্থাপন করতে হবে। যদি আমরা সেগুলো নিশ্চিত করতে পারি, যদি আমরা ইতিবাচক চিন্তা করতে পারি, তাহলে আমাদের একটি ভাল সুযোগ থাকবে।’

রিয়াদ বলেন, ‘আমি মনে করি নিউজিল্যান্ড খুব ভালো দল। তারা এমন একটি দল, যারা নিখুঁতভাবে হোমওয়ার্ক করে। তারা অত্যন্ত সুশৃঙ্খল দল। সর্বদা নিজেদের পরিকল্পনায় থাকার চেষ্টা করে এবং পরিকল্পনা ভালভাবে বাস্তবায়নের জন্য সাহসী হবার চেষ্টা করে। আমি মনে করি তাদের বিপক্ষে আমাদের খুব সুশৃঙ্খল হতে হবে।’

তিনি বলেন, ‘আমি সব সময় বলি, টি-২০ এমন ফরম্যাট, আপনি নিজেকে ফেভারিট মনে করতে পারেন। অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া আপনার জন্য আবার নেতিবাচকও হতে পারে।’

প্রত্যাশা অনুযায়ী, ম্যাচের প্রথম বল থেকেই ভালো খেলার প্রতি নজর দিতে চায় বাংলাদেশ। ম্যাচের সুযোগগুলো কাজে লাগাতে হবে বলেও উল্লেখ করেন অধিনায়ক।

তিনি বলেন, ‘প্রথম বল থেকে আমাদের ভালো ক্রিকেট খেলার মানসিকতা দেখাতে হবে, যা অস্ট্রলিয়া সিরিজে ছিলো। আমাদের নিশ্চিত করতে হবে- আমরা জেতার জন্য যথেষ্ট ক্ষুধার্ত। ঘরের মাঠে আমরা সবসময় আমাদের পক্ষে ফলাফল আনার চেষ্টা করি এবং আবারও একই প্রত্যাশা থাকবে।’

আগামীকাল বুধবার বিকাল ৪টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবেন।

এমআইআর/ওআ