ন্যাভিগেশন মেনু

সাম্প্রতিক সহিংসতায় ১৬৮ জন গ্রেপ্তার


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হেফাজতে ইসলাম বাংলাদেশজুড়ে সহিংসতা চালায়। ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতায় ৮ জন নিহত হয়।

ওই কাণ্ডে জড়িত থাকার দায়ে সোমবার হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকসহ ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তাঁদের মধ্যে বিএনপি, জামাত ও হেফাজতের ১৬ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন। এসব ঘটনায় হওয়া মামলায় এখন পর্যন্ত ১৬৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে হেফাজতের ১২৮ জন, বিএনপির ৩৭ জন ও জামাত-শিবিরের ৩ জন আছে।

একাণ্ডে এপর্যন্ত ৪৯টি মামলা হয়েছে। এসব মামলায় ৩৮ হাজারের বেশি আসামি করা হয়েছে। এর মধ্যে মাত্র ২৮৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি সবাই অজ্ঞাতনামা দুষ্কৃতকারী।

এস এস