NAVIGATION MENU

সারাদেশের বেশ কিছু জায়গায় আঘাত হানবে কালবৈশাখী ঝড়


রবিবার দেশের সকল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বেশ কয়েকদিন ধরেই অব্যাহত রয়েছে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির ধারা। ঝড়-বৃষ্টির এ প্রবণতা আগামী ২৪ ঘণ্টা পরবর্তী ৭২ ঘণ্টায়ও (৩ দিন) অব্যাহত থাকতে পারে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এমআইআর/ এডিবি