NAVIGATION MENU

সারাদেশে গুড়িগুড়ি বৃষ্টি, বাড়তে পারে শীতের তীব্রতা


দেশজুড়ে জেঁকে বসেছে শীত। আর এই শীতের মাঝেই দেশের বিভিন্ন স্থানে চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত। এই পরিস্থিতি অব্যাহত থাকার পাশাপাশি শৈত্যপ্রবাহ আরও জাঁকিয়ে বসার  আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সারাদিন আকাশ মেঘলা থাকবে। বৃষ্টি হবে থেমে থেমে, কোথাও হালকা কোথাও ভারী। আগামীকাল শনিবারও (২৮ ডিসেম্বর) একই অবস্থা থাকবে। ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে কাল।

আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, বৃষ্টি হলেও দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা এখন বেশি। মেঘ আর কুয়াশার কারণে তাপমাত্রা কমেনি। তবে বাতাস থাকায় শীত আগের মতো অনুভূত হচ্ছে।

এদিকে শুক্রবারও দেখা নেই সূর্যের। তার ওপর বাতাস বইছে উত্তর, পশ্চিম-উত্তর দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে।

আবহাওয়া অধিদফতর বলছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এক্ষেত্রে আগামী তিনদিন তাপমাত্রা কমবে।

বৃষ্টি হলেও আজ তাপমাত্রা খুব একটা কমেনি। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুঁলিয়ায় ৯ দশমিক ২ যা গতকালের তুলনায় বেশি। গতকাল ছিল ৫ দশমিক ৭। এদিকে ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ যা গতকাল ছিল ১২ দশমিক ৫।

এছাড়া আজ ময়মনসিংহে ১২ দশমিক ৫ যা গতকাল ছিল ৯ দশমিক ৪, চট্টগ্রামে আজ তাপমাত্রা একই আছে (১৩ দশমিক ৫), সিলেটে ১৩ দশমিক ২, গতকাল ছিল ১২ দশমিক ৪, রাজশাহীতে ১১ দশমিক ৮, গতকাল ছিল ১০, রংপুরে ১১ দশমিক ৫, গতকাল ছিল ৯ দশমিক ৫, খুলনায় কমে ১২ দশমিক ৮, গতকাল ছিল ১৪ এবং বরিশালে ১৩ দশমিক ২ যা গতকাল ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।

ওয়াই এ / এস এস