ন্যাভিগেশন মেনু

সারাদেশে জেল হত্যা দিবস পালিত


যথাযোগ্য মর্যাদায় আজ রাজধানী ঢাকাসহ সারাদেশে জেল হত্যা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) আওয়ামী লীগের আয়োজনে পতাকা উত্তলন, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন -

গোপালগঞ্জ: জেল হত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বিকালে গোপালগঞ্জ জেলা আ.লীগের কার্যালয়ে সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সহ-সভাপতি এ্যাড. আব্দুল হালিম খান, এ্যাড. মুন্সি আতিয়ার রহমান, যুগ্মসাধারণ সম্পাদক এস.এম আক্কাছ আলী প্রমূখ। 

জীবননগর: জেল হত্যা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝালকাঠিঃ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহআলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম-সাধারণ সম্পাদক তরুন কুমার কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ, জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির, জেলা ছাত্রলীগ সভাপতি সফিকুল ইসলাম প্রমূখ।

চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ।

এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, সহ-সভাপতি মোখলেসুর রহমান, জেলা যুব মহিলালীগের সভাপতি এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, সাধারণ সম্পাদক শান্তনা হক শান্তা, জেলা কৃষকলীগের সভাপতি এ্যাড. আব্দুস সামাদ বকুল, সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান টিটো, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি রহুল আমিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, সাবেক ছাত্রনেতা ফাইজার রহমান কনকসহ আ'লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বগুড়া: জেলহত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মজিবর রহমান মজনু বলেন, স্বাধীনতা বিরোধীরা ৭৫’র ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর জাতিকে নেতৃত্ব শূন্য করতেই জাতীয় চার নেতাকে হত্যা করে।

পাবনা: পাবনায় বিনম্র শ্রদ্ধা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে জেলহত্যা দিবস পালিত হয়েছে।

এসময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালসহ জেলা আওয়ামী লীগ ও এর অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

সিবি/ এস এ/ ওআ