ন্যাভিগেশন মেনু

সারাদেশে ভার্চুয়াল শুনানিতে ২৬৪২ কারাবন্দির জামিন


বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবে সারাদেশের নিম্ন আদালতে ১৯তম কার্যদিবসে রবিবার (৯ মে) ভার্চুয়াল শুনানিতে ২ হাজার ৬৪২ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে। এ নিয়ে মোট ২১ হাজার ৪৬১ হাজতি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

সোমবার (১০ মে) এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

এ নিয়ে ১৯ কার্যদিবসে মোট ৩৩ হাজার ৮৫০ হাজতি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।

তিনি আরও জানান, ভার্চুয়াল শুনানির মাধ্যমে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে কারামুক্ত শিশুর সংখ্যা ৪৭০ জন। সারাদেশে অধস্তন আদালতে ৪৫০৪টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ২৬৪২ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।

গত ৫ এপ্রিল করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সারাদেশে নিম্ন আদালতে স্বাভাবিক বিচারকাজ বন্ধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এরই ধারাবাহিকতায় গত ১২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আসামিদের কারাগারে রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি জামিন ও রিমান্ড শুনানি করতে দেশের সকল অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের বিচারকদের প্রতি নির্দেশ দেওয়া হয়।

ওয়াই এ/এডিবি/