NAVIGATION MENU

সালমান খানসহ পরিবারের সদস্যদের করোনা নেগেটিভ


বলিউড সুপারস্টার সালমান খান ও তার পরিবারের সদস্যদের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

শুক্রবার (২০ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও মুম্বাই মিরর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে ভারতীয় গণমাধ্যম জানায়, বলিউড অভিনেতা সালমান খানের গাড়ি চালক অশোক ও অভিনেতার বাড়ির আরও দুই কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হলে তাদের মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

করোনা-সতর্কতা হিসেবে সালমান খান ও তার পুরো পরিবারের সদস্যরা আগামী ১৪ দিন নিজ বাসায় আইসোলেশনে থাকবেন বলেও জানানো হয়।

কিন্তু পরে দ্য খবরির বরাতে বলিউড বাবলের নতুন প্রতিবেদন বলা হয়েছে, সালমান খান ও তার পরিবারের সদস্যদের কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামীকাল শুক্রবার রিয়েলিটি শো বিগ বসের ‘উইকেন্ড বা বার’-এর শু্যট করবেন সালমান।

ওয়াই এ/এডিবি