ন্যাভিগেশন মেনু

সালিশের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৪ সালিশদার


জাল চুরির অভিযোগে সম্প্রতি সালিশে লাঠিপেটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এই ঘটনায় চার সালিশদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৬ মে) ঘটনাটি ঘটেছে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ সুল্লকিয়া গ্রামে জেলে পাড়ায়।

লাঠিপেটার শিকার পাঁচ কিশোর হলো, সহদেব জলদাস (১৬), শ্যামল জলদাস (১৬), শিশুপদ জলদাস (১৭), রতন জলদাস (১৫) ও কিরণ জলদাস (১৭)। লাঠিপেটার পাশাপাশি তাদের ১০ হাজার টাকা জরিমানা করেন স্থানীয় সালিশদাররা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ১১ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, স্থানীয় কিছু নারী-পুরুষের সামনে ওই কিশোরদের বেধড়ক লাঠিপেটা করছেন গ্রামপুলিশ আমির হোসেন। এ সময় পাঁচ কিশোর ও তাদের পরিবারের নারী সদস্যদের আর্তচিৎকার করতে দেখা যায়।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোর শিশুপদ জলদাসের বাবা হরিপদ জলদাস বাদী হয়ে হাতিয়া থানায় গ্রামপুলিশসহ ছয়জন সালিশদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে হাতিয়া থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের সংবাদমাধ্যমকে জানান, গ্রাম্য সালিশে গ্রাম পুলিশ আমির হোসেনকে খবর দিয়ে নিয়ে ১ হাজার টাকা দিয়ে সালিশদারেরা ৫ কিশোরকে লাঠিপেটা করার আদেশ দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ৪ সালিশদারকে গ্রেপ্তার করে।

এডিবি/