ন্যাভিগেশন মেনু

সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ার আবদুলরাজাক


সাহিত্যে চলতি বছরের নোবেল পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক আবদুলরাজাক গুরনাহ।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় এই পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে রয়েল সুইডিশ অ্যাকাডেমি।

আবদুলরাজাক গুরনাগ ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। ভারত মহাসাগরের জানজিবার দ্বীপে তার বেড়ে ওঠা। কিন্তু ১৯৬০-এর দশকের শেষ দিকে শরণার্থী হয়ে ইংল্যান্ডে যান।

আবদুলরাজাক গুরনাহ ইংল্যান্ডে সাহিত্য চর্চা করছেন। সুইডিশ অ্যাকাডেমি বলছে,  ঔপনিবেশিকতার প্রভাব নিয়ে তার আপসহীন ও সহানুভূতিশীল লেখনির জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। তিনি বিশেষ করে সংস্কৃতি ও শরণার্থীদের জীবন নিয়ে লিখেছেন।

তার বিখ্যাত কয়েকটি উপন্যাসের মধ্যে রয়েছে প্যারাডাইস (১৯৯৪), বাই দ্য সি (২০০১), এবং ডেজারশন (২০০৫)।