ন্যাভিগেশন মেনু

সাহেদসহ ৫ জনের নামে মামলা করতে দুদকের অনুমোদন


রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ও স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার সাবেক পরিচালক আমিনুল ইসলামসহ ৫ জনকে আসামি করে মামলা করার অনুমোদন দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এই অনুমোদন দিয়েছে দুদক। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে আসামি করা হয়নি।

উল্লেখ্য, গত ৬ জুলাই র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালায়। পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতানোর প্রমাণ পায় র‍্যাব।

গত ৭ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে র‌্যাব রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয় ও সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

গত ১৫ জুলাই প্রতারণার ৪ মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে লাবণ্যবতী নদীর ব্রেইলি ব্রিজের নিচ থেকে বোরখা পরা অবস্থায় গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়।

ওয়াই এ/এডিবি