ন্যাভিগেশন মেনু

সাড়ে তিন মাস পর ঢাকায় ফের এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট চালু


নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের কারণে নিষেধাজ্ঞা থাকায় প্রায় সাড়ে তিন মাস পর আবার ঢাকায় ফ্লাইট চালু করেছে সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইন্স এয়ার অ্যারাবিয়া।

শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট শারজাহ থেকে যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র।

সূত্র আরও জানায়, অবতরণের ৪০ মিনিট পর রাত ১টা ২০ মিনিটে যাত্রী নিয়ে শারজাহ বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে ফ্লাইটটি।

বাংলাদেশে করোনাকালে আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা ওঠার পর যে চারটি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে, তার মধ্যে এয়ার অ্যারাবিয়া অন্যতম। এর আগে ঢাকায় ফ্লাইট শুরু করেছে কাতার এয়ারওয়েজ ও এমিরেটস এয়ারলাইন্স।

তবে ৩ জুলাই থেকে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট শুরু করার কথা থাকলেও ২ জুলাই হঠাৎ করে ঢাকায় ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দেয় তারা।

সিবি/এডিবি