ন্যাভিগেশন মেনু

সাড়ে ৩ বছরের খুদের ঠোটস্থ বিশ্বের রাজধানী ও রাষ্ট্রপ্রধানদের নাম


বয়স মাত্র সাড়ে তিন বছর। আর এ বয়সেই শিশুদের  হাতে খরি শুরু হয় মায়ের কাছে। পরিবার, দেশ, জাতি , কবিতা ,গান, বিশ্ব ইত্যাদি নানান বিষয় জানে পরিবারের সদস্যদের কাছ থেকে।

কিন্তু নাহ! নতুন করে জানা বা শেখা না।মাত্র সাড়ে তিন বছরেই সব মুখস্ত খুদের স্মৃতিশক্তি অবাক করছে সকলকে।

পশ্চিমবঙ্গের শ্রীরামপুর বড়বাগানের তিন বছরের খুদে জয়দ্রথ দাস এখন সারা শ্রীরামপুরবাসীর কাছে বিস্ময়। বুলি ফুটতে না ফুটতেই দেশ-বিদেশের রাজধানী থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান, ভৌগলিক অবস্থান, স্বাধীনতা দিবস সবই মুখস্থ খুদের।

ইতিমধ্যেই শুধু দেশের রাজধানী নয়, বিজ্ঞানীদের নাম, আবিষ্কার, ক্রিকেট, ফুটবল-সহ বিভিন্ন খেলা সম্পর্কিত তথ্য থেকে শুরু করে স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম সম্মেলন সব কিছুই ঠোঁটের ডগায় খুদের। যে কোনও প্রশ্ন করতেই চটজলদি উত্তর বাতলে দেয় সে।

জয়দ্রথের বাবা শিবাশিস দাস জানান, খুদের যখন মাত্র ২ বছর বয়স সেই সময় খেলার সময় তিনি জয়দ্রথকে জিজ্ঞেস করেছিলেন ভারতের রাষ্ট্রপতির নাম কী? খুদে জবাবে স্পষ্ট জানিয়ে দেয়, সে জানে না।

এরপর শিবাশিসবাবুই ছেলে রাষ্ট্রপতির নাম বলেন। পরের দিন ফের ছেলের কাছে রাষ্ট্রপতির নাম জিজ্ঞেস করতেই অবাক হয়ে যান শিবাশিসবাবু। মুহূর্ত বিলম্ব না করেই রাষ্ট্রপতির নাম বলে দেয় সে। এরপরই থেকেই খেলার ছলেই ছেলেকে সবকিছু শেখাতে শুরু করেন শিবাশিসবাবু ও তাঁর স্ত্রী।

জয়দ্রথের মা জয়তী দাস জানান, যে কোনেও গান বা কবিতা একবার শুনলেই খুব সহজেই তা রপ্ত করে নিতে পারে। এখন তাঁর একটাই প্রার্থনা পড়াশুনার ক্ষেত্রেও যেন এই ক্ষমতাকে কাজে লাগায় জয়দ্রথ।

পাশাপাশি দাস দম্পতি চান, সন্তান যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভাল মানুষ হয়। প্রতিবেশীদেরও একই কামনা, জয়দ্রথ যেন জীবনযুদ্ধে জয়ী হয়।

এস এ  / এস এস

আপডেট নিউজ পেতে ভিজিট করুন - আজকের বাংলাদেশ পোস্ট