ন্যাভিগেশন মেনু

সাড়ে ৪ থেকে বেড়ে তেঁতুলিয়ায় তাপমাত্রা ৫ ডিগ্রি


সারাদেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। তবে এর তেমন প্রভাব পড়েনি পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে তাপমাত্রা এখনো ৫ ডিগ্রি সেলসিয়াসে নিচে অবস্থান করছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে তেতুলিয়ার তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গে তা ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

এর আগে রবিবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, সারাদেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধির ফলে শীতের প্রকোপ কিছুটা কমেছে। তবে সারাদেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাজশাহী ও রংপুর বিভাগে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।

আবহাওয়ার দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, মওসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে।

অন্যদিকে কম তাপমাত্রার কারণে চরম ভোগান্তিতে রয়েছে তেতুলিয়ার সাধারণ মানুষ। উত্তর থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়ার দাপট না কমায় জবুথবু হয়ে পড়েছে জনজীবন। কর্মজীবি মানুষের ভোগান্তি চরমে পৌছেছে। তাই সাথে বাড়তি যোগ হয়েছে শীত বাহিত রোগ।

এমআইআর / এস এস