ন্যাভিগেশন মেনু

সিকিমে ফের ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প


ভারতের সিকিমে ফের ৪ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩৭ মিনিটে কম্পন অনুভূত হয়।

স্থানীয় সংবাদমাধ্যম টিভিনাইন এর প্রতিবেদনে বলা হয়, এপিসেন্টার সিকিমের ইয়োকসম থেকে ১৬১ কিলোমিটার উত্তর পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে।

এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, হিমালয়ে দীর্ঘদিন ধরে বেশি বরফ পড়ায় ভূমিভাগের সঙ্গে চ্যুতি রেখার বিস্তর তাপমাত্রার ফারাক তৈরি হচ্ছে। সংশ্লিষ্ট এলাকায় আগামী দিনে আরও তীব্র ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত মঙ্গলবার পরপর দু’বার ভূমিকম্প হয় সিকিমে। রিখটার স্কেলে পরপর দুটি কম্পনের তীব্রতা ছিল যথাক্রমে ৪ দশমিক ৬ ও ৪ দশমিক ৯।

ওয়াই এ/ওআ