ন্যাভিগেশন মেনু

সিডিএ নতুন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ যোগদান


চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ যোগদান যোগদান করেছেন।
সোমবার (২৯ এপ্রিল) সিডিএ ভবনের সভাকক্ষে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতি সভায় অংশ করেন এবং অফিসের সবকিছু ঘুরে দেখেন। 

সভায় সিডিএ নতুন চেয়ারম্যান বলেন, ‘একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ হলো তার জনবল। মানবসম্পদকে কাজে লাগিয়ে কীভাবে সেবা প্রতাশীদের ভালো সেবা দেওয়া যায় সেদিকে মনোনিবেশ করা প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রয়োজন স্মার্ট কর্মী বাহিনী। সকল সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যাবার জন্য সব কর্মচারীদের জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
 
তিনি উন্নয়নের কাজ এবং যথাসময়ে অফিসে আসার তাগিদ দেন। সিডিএ ভাবমুর্তি উজ্জ্বল এবং সকল কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। 

এসময় উপস্থিত ছিলেন সিডিএ বোর্ড মেম্বার জসিম উদ্দিন শাহ, প্রকৌশলী মুনির উদ্দিন আহমদ, মুহাম্মদ আলী শাহ, মোহাম্মদ ফারুক, স্থপতি আশিক ইমরান, জিনাত সোহানা চৌধুরী, এম. আশরাফুল আলম, জিয়াউল হক সুমন এবং সকল কর্মকর্তা-কর্মচারীরা।