ন্যাভিগেশন মেনু

সিনহা হত্যা মামলা: টেকনাফ থানার কনস্টেবল রুবেল শর্মা গ্রেপ্তার


সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার কনস্টেবল রুবেল শর্মাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার ( ১৪ সেপ্টেম্বর ) গ্রেপ্তারের পর দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে হাজির করা হয় রুবেল শর্মাকে। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

র‌্যাব জানায়, কনস্টেবল রুবেল সাবেক ওসি প্রদীপের ঘনিষ্ঠ সহযোগী। আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে কনস্টেবল রুবেল শর্মার নাম আসায় তাকে জিজ্ঞাসাবাদ করতে রবিবার রাতে র‌্যাবের কার্যালয়ে নেওয়া হয়। 

পরে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। চাঞ্চল্যকর এ মামলায় এ নিয়ে ১১ পুলিশ সদস্যসহ ১৪ জনকে গ্রেপ্তার করলো র‌্যাব।

তবে বরখাস্ত ওসি প্রদীপ ছাড়া মামলার ১২ আসামি এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সিবি/এডিবি