ন্যাভিগেশন মেনু

সিনহা হত্যা: টেকনাফ থানার ওসি প্রত্যাহার


কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে মেজর (অব,) রাশেদ সিনহা নিহতের ঘটনায় টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে নিয়োগ পেয়েছেন একই থানার (ওসি, তদন্ত) এস এম দোহা।

তার আগে, বুধবার (৫ আগস্ট) সকালে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ নিহতের ঘটনায় টেকনাফের আদালতে হত্যা মামলা করে তার পরিবার। ঘটনার দিন উপস্থিত পুলিশ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। 

আদালতের বিজ্ঞ বিচারক তামান্না ফারাহ্ বাদীর দায়েরকৃত ফৌজদারি দরখাস্তটি মামলা হিসাবে গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানার ওসিকে নির্দেশ দেন। 

আদালতের নির্দেশ মোতাবেক বুধবার সন্ধ্যায় কক্সবাজার থেকে বিশেষ বাহক মারফত জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো হয়েছে টেকনাফ থানায়।

বিজ্ঞ আদালতের বিচারক একই সঙ্গে কক্সবাজারের র‌্যাব-১৫ কে মামলাটি তদন্ত করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে আদালতে প্রতিবেদন দেওয়ার জন্যও নির্দেশ দিয়েছেন।

এদিকে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ গতকাল মঙ্গলবার নিজেকে অসুস্থ হিসেবে উল্লেখ করে ছুটির আবেদন করেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। কর্তৃপক্ষ যথারীতি তার ছুটির আবেদন মঞ্জুর করেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত শুক্রবার কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। একে সরাসরি হত্যাকাণ্ড বলে দাবি করছেন সিনহার স্বজনরা। এই ঘটনার দ্রুত তদন্ত ও বিচারের দাবি করেছেন তারা।

সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেয়ার পর বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করছিলেন মেজর সিনহা রাশেদ। ভ্রমণ বিষয়ক একটি ইউটিউব চ্যানেল বানানোর কাজও চলছিলো তার। এরই অংশ হিসেবে সিনহা কক্সবাজারে ভিডিও তৈরির কাজে গিয়েছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

এডিবি/