ন্যাভিগেশন মেনু

সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে


চিন থেকে কেনা আরও ২০ লাখ ডোজ সিনোফর্মের টিকা ঢাকায় পৌঁছেছে। পৃথক দুইটি চালানে ১০ লাখ করে এসব টিকা ঢাকায় পৌঁছায়।

শনিবার (১৭ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে রাত ১১টা ৩৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় টিকার প্রথম চালান। আর রাত দ্বিতীয় চালানটি আসে রাত ৩টার দিকে।

বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর শামছুল হক এই টিকার চালান দুটি বুঝে নেন। পরে এই টিকা তেজগাঁওয়ে টিকা সংরক্ষণাগারে রাখা হয়।

শনিবার (১৭ জুলাই) সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত চিনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান তার ফেসবুক পেজে জানান, বাণিজ্যিকভাবে কেনা প্রথম চালানে ১০ লাখ ডোজ টিকা নিয়ে একটি প্লেন ৬টা ৪৬ মিনিটে বেইজিং এয়ারপোর্ট ছেড়েছে। দ্বিতীয় চালানে বাকি ১০ লাখ ডোজ টিকা নিয়ে আরেকটি প্লেন ৯টা ৪৫ মিনিটে বেইজিং এয়ারপোর্ট ছাড়বে।

এর আগে চলতি মাসের ৩ তারিখ প্রথম চালানের ২০ লাখ ডোজ টিকা হাতে পায় বাংলাদেশ। এছাড়া ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে চিন সরকার।

চুক্তি অনুযায়ী এখন পর্যন্ত চিন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কিনেছে বাংলাদেশ সরকার।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার বিকেল পর্যন্ত ১ কোটি ৬ লাখ ১ হাজার ৩৩৪ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

এডিবি/