ন্যাভিগেশন মেনু

সিনোফার্মের টিকা সরাসরি কিনবে সরকার


চিনের সিনোফার্ম থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে করোনা ভ্যাকসিন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১৯ মে) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে নীতিগতভাবে চিনের সিনোফার্ম থেকে করোনা ভ্যাকসিন ক্রয়ের সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আখতার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘চিন থেকে যে পাঁচ লাখ ডোজ উপহার হিসেবে পাওয়া গেছে, তার বাইরে আরও ডোজ ভ্যাকসিন কিনবে সরকার।’

উল্লেখ্য, বাংলাদেশ এরই মধ্যে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পেয়েছে, যা আগামী ২৫ মে থেকে প্রয়োগ করা হতে পারে।

এর আগে, গত ২৯ এপ্রিল জরুরি ব্যবহারের জন্য সিনোফার্মের টিকার অনুমোদন দেয় সরকার। একই দিনে এই টিকা দেশের ওষুধ উৎপাদনকারী কোম্পানিতে তৈরির জন্য নীতিগত অনুমোদনও দেওয়া হয়।

এমআইআর/এডিবি/